আলেক রােজারিও’র জন্ম ১২ মার্চ, ১৯৬২, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চড়াখােলা গ্রামে। বাবা এভারিশ মাইকেল রােজারিও। মা স্বর্গীয়া মাটিনা রােজারিও। ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর।
প্রকাশিত প্রথম গ্রন্থ ‘আমার দেখা মুক্তিযুদ্ধ ১৯৭১ (২০১৫)। তাঁর লেখা অন্য দুটি গ্রন্থ হচ্ছে ‘যুদ্ধ জয়ের গল্প’ ও ‘মা’ (২০১৭)। এটি তার চতুর্থ গ্রন্থ। উল্লেখ্য, বর্তমান গ্রন্থের মতাে আগের তিনটি গ্রন্থেও এদেশের সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ মূর্ত হয়ে উঠেছে স্বাধীনতার জন্য এই বাংলার দামাল ছেলেমেয়েদের আত্মত্যাগের মর্মস্পর্শী কাহিনি উঠে এসেছে।
২০০০ সালে তিনি সপরিবারে পাড়ি জমান ফ্রান্সে। এখন তিনি বসবাস করছেন প্যারিসে, সেখানকার স্থায়ী নাগরিক হিসেবে। স্ত্রী রীটা নিয়তী রােজারিও এবং তিন সন্তান জেউস জাষ্ট রােজারিও, ট্রিজা বরুণা রােজারিও ও মাটিনা বনলতা রােজারিওকে নিয়ে তাঁর আপন ভুবন। সেই ভুবনে পুত্রবধূ ইম্মাকুলেট তীনা রােজারিও'র উপস্থিতি তাঁকে আপ্লুত করে।
একদা এদেশের নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি হলাে: জীবন .. মানেই উন্নতি আর উন্নতি মানে প্রজন্ম গড়া। অন্যদিকে প্রজন্ম গড়ার অর্থই হলাে দেশ উন্নতির শিখরে ওঠা।