আমার ছেলেবেলা
হুমায়ুন আহমেদের ছোটবেলার সুখ-দুঃখ মিলিয়ে অসাধারণ কিছু অভিজ্ঞতার বর্ণনা রয়েছে বইটিতে। এতে লেখকের নানাবাড়ি, দাদাবাড়ি, লেখকের বাবার বারবার বদলি হয়ে একেক সময় একেক জায়গায় যাওয়াসহ, আরো বেশ কিছু কাহিনীর বর্ণনা করা হয়েছে। বইয়ের পাতায় একদম ডুবে থাকার মতো এ বইটি। এর শুরু থেকে শেষ অবধি একদম আচ্ছন্ন হয়ে যাওয়ার পর মনে হবে, এত তাড়াতাড়ি কেন যে শেষ হয়ে গেলো, আরো কিছু কাহিনী থাকতো! বইটি পড়ার সময় নিজের ছেলেবেলার কিছু কিছু স্মৃতি চোখের সামনে ভেসে আসছিলো। মজার ব্যাপার হলো, হুমায়ুন আহমেদের চশমা পড়া শুরু করার কাহিনীর সাথে আমার এত মিলে গেলো, অবাক হয়ে গেলাম। লেখক যখন পৃথিবীটা ঝাপসা দেখতেন, তখন তার ধারণা ছিল, অন্য সবাইও তাই দেখে। পরে ডাক্তার দেখিয়ে প্রথম চশমা পড়ে তিনি হতভম্ব, চারদিকের জগৎ এত স্পষ্ট!! কি আশ্চর্য! আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিলো। এমনি করে দেখবেন, আপনার জীবনের সাথেও অনেক কাহিনী মিলে যাচ্ছে। আগে ভাবতাম, হুমায়ুন আহমেদ তার গল্প, উপন্যাস, নাটক, ছবিতে এত অসাধারণ ভাবনার প্রতিফলন কীভাবে ঘটান? বইটা পড়ে বুঝলাম, যে মানুষটার ছেলেবেলা এত চমৎকার, সে এরকম অসাধারণ, অদ্ভুত, সুন্দর কিছু ভাবনার অধিকারী হবেন সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? পরিশেষে, যারা জীবন নিয়ে, নিজেদের চারপাশ নিয়ে খুব বিরক্তিতে আছেন, এই বইটা তাদের সেই বিরক্তি কাটিয়ে দিতে বাধ্য.. #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯