Translator:
লুপিতা আপা স্কুলে আসতে পারেননি। ভাগ্য ভালো, তাঁর বদলে আরেক শিক্ষক পাওয়া গেছে। মজার ব্যাপার কী, জানো? সেই বদলি শিক্ষক কিনা... একটা সিংহ! সিংহ মশাইয়ের নাম ছিল পিনো। পিনো মশাইকে বাচ্চাদের খুবই ভালো লাগল। দেখো তো তাকে তোমাদের কেমন লাগে।
ইনা ইনং
Overall Ratings (0)