বাঙালি প্রতিটি ব্যক্তির জীবনে একাত্তর একটি বিশেষ ঘটনা। যা রক্তের প্রলুব্ধতা প্রবাহের সাথে মিশ্রিত। গল্পের আঙ্গিকে মুক্তিযুদ্ধকে পূর্ণপাঠ করতে হলে আমাদের দেখা ১৯৭১ অনস্বীকার্য। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের ১৯৯১-এর জীবনালেখ্যই বইটির উপকরণ। বইটি মুক্তিযুদ্ধে বাঙালির নির্মম জীবন উপস্থাপন করে।