অমাবস্যায় কালো চাঁদ বইটি বর্ণ্না কৈশােরের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু বকুলের জীবনের গল্পগুলাে শুনতে শুনতে নিজের জীবনেরই লুক্কায়িত সত্যগুলাে আবিষ্কার করতে শুরু করল সুমন চৌধুরি। বকুল গ্রামের মানুষ। সুমন আটপৌরে শহুরে । বকুল জীবনকে বয়ে নিয়ে বেড়ায় আর সুমন জীবন থেকে পালিয়ে। নিজের জীবনের ঝঞাময় গল্প শােনাতে এসে এক রাতের অপমানে পরিবার নিয়ে সুমনের বাড়ি থেকে উধাও হয়ে যায় বকুল। তবু কথা রাখে । ঠিকানাবিহীন চিঠিতে নিজের জীবনের টানাপােড়েনের গল্পগুলাে শােনাতে লাগল একের পর এক। প্রতিটা চিঠি খুলে দিতে লাগল সুমনের বন্ধ মনের দরজা। হিসাব মেলাতে বসল জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির। অমাবস্যায় কালাে চাঁদের মতাে মনে হলাে নিজের সব অর্জনগুলােকে।
রকিবুল ইসলাম মুকুল
রকিবুল ইসলাম মুকুল লেখক ও সাংবাদিক। গদ্য এবং কবিতা দু’মাধ্যমেই সমান তালে লিখছেন। জন্ম রংপুরের পায়রাবন্দে। ছােটোবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। স্কুল থেকেই লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। পড়াশুনা—ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন এবং তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিপ্লোমাসহ দেশি-বিদেশি কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, ঘুর্ণিঝড় স্যাণ্ডি, জাতিসংঘের সাধারণ অধিবেশন, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান, সার্ক শীর্ষ সম্মেলনসহ দেশি-বিদেশি বিভিন্ন আলােচিত খবরের সঙ্গে নিজেকে যুক্ত করেও অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। ২০১৩ সালে বৈশাখী টেলিভিশনের ‘তােমার গল্পে সবার ঈদ’ প্রতিযােগিতায় সেরা গল্পকার নির্বাচিত হয়েছেন। স্কুল ট্রিপে নাসা অভিযান, নদীর নাম ময়ুরাক্ষী, এখন অনেক রাত এবং সেন্টমার্টিনে লেখকের প্রকাশিত সাহিত্যকর্মগুলাের মধ্যে উল্লেখযােগ্য।