আলতামনি দ্বিতীয় খন্ড শূলত প্রথম খন্ডেরই ধারাবাহিকতা। তবে একটি স্বয়ং সম্পূর্ন উপন্যাস। প্রথম খন্ডের কিশোরী আলতামনি দ্বিতীয় কন্ডে এস পূর্ণ যুবতী রূপ পরিগ্রহ করেচে। তার আচার আাচরণ অনেকটাই বদলে গেছে। আধুনিকতার ছোঁয়ায় চিন্তা-চেতনায় পরিবর্তন এসেচে। তার মনন পরিপক্কতা লাভ করেছে। নারীর মর্যাদাকে সমুন্নত রাখতে সে দৃঢৃ প্রতিজ্ঞা অবিচল থেকেছে।
কিন্তু আলতামনি ভুলেনি তার কৈশোরের সেই অঙ্কুরিত প্রেমের কথা। এই প্রেমই তার নারীস্বত্বাকে জাগিয়ে তুলেছে। তাই এই খন্ডের নাম দিয়েছি জাগৃতি।
আলতামনির জীবন তো এখানেই শেষ নয়। সামনে হয়তো আরও দিন পড়ে আছে। ব্যক্তি, পরিবার বা সামাজিক দ্বন্দ্বের আবর্তে তার জীবনেও হয়তো অনেক উথান-পতন ঘটতে পারে। আলতামনি যদি মনে করে সে তা লিখবে তাহলে পরবর্তী খন্ড বেরুতেও পারে। অন্যথায় এখানেই তার কাহিনির সমাপ্তি।