জন্ম ২৬ শে মার্চ, ১৯৬২ কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে এমএসসি। বর্তমানে পুরাে সময়ের লেখক। প্রকাশিত কাব্যসংকলন : রূপসারি (সপ্তর্ষি প্রকাশন, কলকাতা-২০১৩), রিমি তােকে (প্রিয়মুখ প্রকাশন, ঢাকা-২০১৪), বাংলাদেশে হৃদয় মেশে (প্রিয়মুখ। প্রকাশ, ঢাকা-২০১৫), চরিত্রহীনের পদাবলী (ই-সংস্করণ, কলকাতা-২০১৬) প্রকাশিত উপন্যাস : যখন বৃষ্টি নামল (নন্দিতা প্রকাশ, ঢাকা-২০১৫, সপ্তর্ষি প্রকাশন, কলকাতা-২০১৬), প্রকাশিতব্য উপন্যাস: বোইজান।। সম্মাননা : বাংলাদেশ জাতীয় কবিতা উৎসবে আমন্ত্রিত ভারতীয় কবি হিসেবে যােগদান-২০১৪, ২০১৫, ২০১৬। পশ্চিমবঙ্গ শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্মান-২০১৫ সেরা কবি) । সম্পৃক্ততা : পূর্বপশ্চিম পত্রিকার অন্যতম সম্পাদক। গীতরচনা : অবস্কিওর ব্যান্ডের পক্ষে নিয়মিত গীতরচনা। কলকাতায় নিবাস হলেও মূল সাহিত্যচর্চার ক্ষেত্র বাংলাদেশ। দুই দেশেই বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত উপ-সম্পাদকীয়, প্রবন্ধ, উপন্যাস, কবিতা প্রকাশ।