২০২৪-এ এসেও কেন সি? একজন ভালো প্রোগ্রামার কখনো এক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকে না; বরং একাধিক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আইডিয়া থাকতে হয় তার। কেবল বেসিকই না, জানতে হয় খুঁটিনাটি অনেক কিছু। কেবল প্রায়োগিক দিকগুলোই না, জানা থাকতে হয় থিওরিটিক্যাল তথা তাত্ত্বিক দিকগুলোও।
এই বইয়ে সংক্ষিপ্ত, সহজ ও সাবলীল ভাষায় সি প্রোগ্রামিংয়ের এই দুটি দিকই শেখানো হয়েছে। পাশাপাশি বইটিতে এমন কিছু নতুন বিষয়ও যুক্ত করা হয়েছে যেগুলো নবিশদের কেবল বেসিকেই সীমাবদ্ধ রাখবে না, পরবর্তী ধাপে যাওয়ার পথটাও দেখিয়ে দেবে।
নিবেদিকা ধর তমা
আমার জন্ম ময়মনসিংহে হলেও শৈশব কেটেছে নেত্রকোনায়। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়ে। তারপর ময়মনসিংহে অ্যাডভান্সড রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং কলেজ অফ বিজনেস সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করি। শৈশবে রিমোটকন্ট্রোল গাড়ি নিয়ে খেলার সময় ইলেকট্রনিক টেকনোলজির প্রতি তৈরি হওয়া আগ্রহ থেকেই আজ আমি চালকবিহীন গাড়ি বিষয়ে পড়াশোনা করছি। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করার সময় আমি মেশিনের সফটওয়্যারের ক্ষমতা সম্পর্কে বিশদভাবে জানতে পারি; প্রোগ্রামিংয়ের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায়।