আমার অগ্রজ আবু জাফর ছালেহী কবি, লেখক, শিক্ষক, সম্পাদক এবং বহুবিধ সংগঠক। ছাত্রজীবনে ‘সাদা তসবি’ প্রকাশের মধ্য দিয়ে গ্রন্থজগতে তার অভিষেক। জীবনব্যস্ততায় লেখালেখিতে কিছুটা বিরতি হলেও তিনি হাল ছাড়েননি। ভরসার কথা হলো, বছর কয়েক যাবৎ প্রচুর ছড়া-কবিতা লিখছেন। ভালো কিছু গদ্যও লিখেছেন। অবশ্য তার বেশির ভাগই এতদিন পাঠকের সামনে আসেনি। এই ছড়াগ্রন্থে কিশোরসুলভ কিছু শব্দ থাকলেও বইটি মোটের ওপর শিশুতোষ। তার পঙ্ক্তিমালায় আনন্দের সাথে আদর্শের রসায়ন, প্রকৃতির সৌন্দর্যে আধ্যাত্মিক ব্যঞ্জনা সৃষ্টির অকৃত্রিম প্রচেষ্টা লক্ষ্যণীয়। নিছক রসনা বিলাসের জন্য শিল্প খরচ করতে তিনি স্বতঃস্ফূর্ত নন। এটিই হয়ে উঠতে পারে তার রচনার মেরুদণ্ড। তার আরও ভালো কিছু কবিতা অগ্রন্থিত রয়ে গেছে, অন্য কয়েকটি পাণ্ডুলিপিতে। আদর্শবাদী এই কবির রুচি, ছন্দ, গন্ধ ও রচনাশৈলীর পূর্ণ পরিচয় পেতে অপেক্ষা করতে হবে তার প্রকাশিতব্য অন্য বইগুলোরও। কবি ও কবিতার নিরন্তর সাফল্য গভীরভাবে প্রত্যাশিত।