প্রসঙ্গ কথা এখনো ফুলের গন্ধে ভোর হয়, দুই চোখে নদীর বাউল গান মন বলে জীবন তোমাকে বাসি ভাল ফুল হয়ে ফুটে উঠি ভালবেসে নদী হই সেই ছন্দে পৃথিবীতে অপরূপ আষাঢ়-শ্রাবণ। আষাঢ়-শ্রাবণের এমন এক সকালে ভাবলাম কাজী সিরাজুল ইসলাম একের পর এক এই সমাজে জন্য ভাল কিছু উপহার দিয়ে যাচ্ছেন । তাই তাঁর উজ্জ্বলময় স্মৃতি ধরে রাখার জন্য তাকে নিয়ে একটা কিছু লেখা দরকার। কেননা, মানুষ মরে যায়, মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়-কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। থেকে যায় শুধু মানুষের ভাল কাজের স্মৃতিগুলো। তাই তো কাজী সিরাজুল ইসলামের ভালো কাজগুলোর স্মৃতি মানুষের মাঝে চির অম্লান করে রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। জাহিদ হাসান চঞ্চল