আল্লাহ'স মাউন্টেন - সেবাস্টিয়ান স্মিথ | বইবাজার.কম

আল্লাহ'স মাউন্টেন

বইবাজার মূল্য : ৳ ৩৩৮ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৪৫০

প্রকাশনী : নন্দনপ্রকাশ





WISHLIST


Overall Ratings (1)

Dhoni
01/04/2020

উনবিংশ শতকের দিকে ককেশাস অঞ্চলে বর্বর রুশ সাম্রাজ্যের আগ্রাসনের সূচনা হয়। মুসলমান অধ্যুষিত ককেশিয়ার অধিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠী এই আগ্রাসনের প্রতিরোধের জন্য রুখে দাঁড়ায় এবং তারা সম্মিলিতভাবে রুশ বাহিনীকে ককেশাসে প্রবেশে বাধা দান করে। ককেশাসে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিরোধ সংগ্রামে যেসকল নায়ক অগ্রনী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে অন্যতম হলেন দাগেস্তানের ইমাম শামিল (রহ)। ইমাম শামিল ছিলেন ককেশাসের প্র্রতিরোধ সংগ্রামের তৃতীয় ইমাম বা নেতা। উসমানী খিলাফতের সৈনিক ইমাম শামিল ( রহ:)কে বলা হয় আঠারো শতকের রুশ সিংহ। দা গেস্তান ও ককেশাসের এই মহান বীর অর্ধশত বছর ধরে নাকানি চুবানি খাইয়েছেন প্রতাপশালী রুশ জার সম্রাটদের। তিনি ককেশাসের সকল মুসলমানদের একতাবদ্ধ হয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। তার প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে ককেশাসের স্বাধীনতা অক্ষুন্ন রাখার আশা তিনি ককেশাসের সাধারন মানুষের মনে জাগাতে সক্ষম হন। ১৯৩৪ থেকে ১৮৫৯ সাল পর্যন্ত দীর্ঘ পঁচিশ বছর তিনি রুশ আগ্রাসনের বিরুদ্ধে একটানা প্রতিরোধ করে যান। যুদ্ধের ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর বর্ণনা ছাড়াও আল্লাহ'স মাউন্টেন বইয়ের লক্ষাধিক শব্দের বুননে উঠে এসেছে ককেশাস অঞ্চলের কয়েক'শ বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, জারদের সময় থেকে শত বছর ধরে চলে আসা রাশিয়া-চেচনিয়া যুদ্ধ, ইমাম শামিলের দীর্ঘ ত্রিশ বছরের সংগ্রাম থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের স্বরুপ, আধুনিক রাশিয়ার রাজনীতি, এসপিওনাজ, প্রোপাগাণ্ডা, তেলের বাজার নিয়ে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব, ভ্লাদিমির পুতিনের উত্থান- কোনো কিছুই বাদ রাখেননি সেবাস্টিয়ান স্মিথ।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com