জীবন আল্লাহর দান। জীবনকে সার্থক করে গড়ে তুলতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন এই ধরণি, এই মহাবিশ্ব। জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে তাঁর অসংখ্য নিয়ামাত ও অসীম দয়া। তাই মানুষ যাচ্ছেতাই করে তার জীবন কাটাতে পারে না। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঝরনা, নদী, পাহাড়, পৃথিবী—সবকিছুই ব্যবহারযোগ্য সহনশীল করে দিলেন যে রব, জীবন রাঙাতে হবে তাঁর রঙেই। প্রতিটি কাজ হবে তাঁর-দেওয়া বিধান মতেই। মুমিন বান্দার থাকবে আলাদা রং, ভিন্ন পরিচয়। তাদের দিকে তাকালেই হৃদয়ে জাগবে—আল্লাহর ভয়, দ্বীনের পথে চলার অনুপ্রেরণা ও সাহস।
যারা আল্লাহর রঙে জীবন রাঙিয়েছেন, তাদের জীবনের কিছু গল্প, ঘটনা, সময়কে কাজে লাগাবার তাড়না এবং তাদের বিভিন্ন আমল উঠে এসেছে এ-বইয়ে। বইটি পড়ার পর পাঠক উপলব্ধি করবেন—ইসলাম মেনে-চলা-জীবনই সবচেয়ে সুন্দর। পরিচ্ছন্ন। শান্তিময়।