বিশ্ব জগৎ সংসার এমন একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে যা মানুষের জ্ঞান নিয়ে বুঝে ওঠা সম্ভবপর নয়। এই চমৎকার নিয়মতান্ত্রিক পদ্ধতিকে বলা হয় একটি ‘INTELLIGENT DESIGN' অর্থাৎ ‘বুদ্ধিমত্তাভিত্তিক ছক’। যার পরিচালনা করে থাকেন এক স্বয়ংসম্পূর্ণ শক্তি। যিনি সর্বজগতের প্রতিপালক। তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা। বিভিন্ন ধর্মাবলম্বীরা তাকে বিভিন্ন নামে সম্বোধন করে থাকেন। কোরআন শরীফে তাকে বিভিন্ন নামের গুণে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম এবং সবচাইতে পরিচিত নামটি ‘আল্লাহ’।
এই গ্রন্থ আল্লাহ’র নিরানব্বই নামের মাহাত্ম তুলে ধরা হয়েছে।