আল্লাহকে পেতে চাইলে
ইতিহাসে প্রতিটি শতাব্দীতেই মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য পুনরূজ্জীবনকারী ব্যক্তিত্বের আর্বিভাব ঘটেছে। মুসলিম উম্মাহর বিভিন্ন সমকালীন সমস্যা সমাধানের মাধ্যমে তাঁরা মুসলিম উম্মাহকে সমকালীন সংকট থেকে প্রতিরক্ষায় সহায়তা প্রদান করেছিলেন। একাদশ শতাব্দীর এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব আবু হামিদ আল-গাযালী। মুকাশাফাতুল কুলুব (আল্লাহকে পেতে চাইলে) গ্রন্থের মাধ্যমে তিনি পাঠকদেরকে সহজ-সরল পন্থায় আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চেষ্টা করেছেন। আলোচ্য গ্রন্থে উদ্ধৃত হাদীস ও আসারসমূহের মান নির্ণয় ও তাখরীজসহ সাবলীল অনুবাদ পাঠকদের সামনে উপস্থাপন করছে দেশের সাড়াজাগানো প্রকাশনী আনোয়ার লাইব্রেরী। বইটি বাংলাভাষী পাঠকদের ইহকাল ও পরকালের কল্যাণের পাথেয় হবে, এটা আমাদের বিশ্বাস।
আল্লাহকে পেতে চাইলে।। ।। কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে একের পর এক নিত্য-নতুন ফেতনা মুসলমানদেরকে গ্রাস করবে। তখনকার যুগে মানুষের ঈমানের অবস্থা কেমন হবে, সে সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আঁধার রাতের অবিরাম খন্ডের মত কৃষ্ণ-কালো ফেতনা আবর্তিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক কাজে মনোনিবেশ কর। (এমন একটা সময় আসবে যখন) মানুষ সকাল বেলা মুমিন কিন্তু বিকেল বেলা সে হবে কাফের। আবার কেউ সন্ধ্যা বেলা মুমিন হবে তো সকাল বেলা হবে কাফের। দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে সে দ্বীনকে বিক্রি করে ফেলবে। ” [সহীহ মুসলীম] ____________________________ যারা Happy Valentine Day লিখে বা বলে পাঠাবেন, বিভিন্ন অশ্লীল ও হারাম কাজে লিপ্ত হয়ে এই দিনটি উদযাপন করবেন বলে ভাবছেন, তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে তোওবা করুন এবং অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসুন ইতিহাসে প্রতিটি শতাব্দীতেই মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য পুনরূজ্জীবনকারী ব্যক্তিত্বের আর্বিভাব ঘটেছে। মুসলিম উম্মাহর বিভিন্ন সমকালীন সমস্যা সমাধানের মাধ্যমে তাঁরা মুসলিম উম্মাহকে সমকালীন সংকট থেকে প্রতিরক্ষায় সহায়তা প্রদান করেছিলেন। . আত্মশুদ্ধির জগতে এই মহান ইমাম অসাধারণ কাজ করে গেছেন। সেসব কাজের ভিতর 'মুকাশাফাতুল কুলূব' বইটি অন্যতম। অন্তরের ব্যাধি, এর প্রতিকার, দুনিয়ার নিন্দা, তাকওয়া, মৃত্যু এবং পরকাল নিয়ে চিন্তাভাবনা, অল্পেতুষ্টি, শোকর, যিকির, তাওবা, কী নেই এই বইতে? ৬৩২ পৃষ্ঠার এই বৃহৎ বইটির বাংলা সংস্করণ 'আল্লাহকে পেতে চাইলে' তাই আল্লাহকে পেতে চাইলে কোন পথ আমাদের অবলম্বন করতে হবে তা সুন্দরভাবে বইটিতে উপস্থাপন করা হয়েছে।।। এজন্য বইটি প্রতিটি উম্মাহ্র দরকার।।। .