কাগুজে নাম মােহাম্মদ ইকরাম-উল-করিম। লেখালেখি করেন রণক ইকরাম নামে সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছেন বাংলাদেশ প্রতিদিনের রকমারি পাতার বিভাগীয় সম্পাদক হিসেবে। আর এই পাতার মাধ্যমেই পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন রহস্য-রােমাঞ্চের অদ্ভুতুড়ে এক দুনিয়ার সঙ্গে। মাঝে মাঝেই আড্ডার পসরা নিয়ে হাজির হন এফএম রেডিওতে। সারাক্ষণ হাসতে পছন্দ করেন। চাকরি আর টুকটাক ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও রয়েছে। ছােটোবেলার লেখালেখির ঝোঁকটা টেনে নিতে চান আমৃত্যু। বই বেড়িয়েছে বিশটিরও বেশি। নিজেকে ততক্ষণ পর্যন্ত লেখক ভাবতে চান না, যতক্ষণ পর্যন্ত না পাঠক তাকে স্বতস্ফূর্তভাবে গ্রহণ করে।
Title :
এলিয়েন কি সত্যি আছে-১ : মহাবিশ্বে আমরা কি একা?