একটা শহর ছিল। সেখানে ঘরবাড়ি, গাছপালা সবই ছিল। ছিল না শুধু মানুষ। একদিন এক লোক আর তার বউ সেই শহরে ঘুরতে আসে। ওঠে পুরোনো এক বাড়িতে। সেখানেই তারা পেয়ে যায় অদ্ভুত একটা ঘড়ি। তারা জানে না, এই ঘড়িটা আসলে পৃথিবীর কোনো ঘড়ি নয়।
আরহাম গল্প
Overall Ratings (0)