ফ্ল্যাপের কিছু কথাঃ খ্রষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে ইউগোস্লাভিয়ার (হালে অবর্তমান) অন্তর্গত ম্যাকাডোনিয়ার রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার। তিনি জরাথুষ্ট্র ধর্মের অনুগামী একজন অগ্নি উপসক ছিলেন। তাকে নিয়ে সৃষ্ট উপকথা মূলতঃ কল্পনা বিলাস সঞ্জাত। একদিকে ইহুদী-নাসারা সম্প্রদায় তাকে সহজাত ধর্মশুরু জ্ঞান করতেন। অপরদিকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও কূপমুণ্ডকতার কারণে এক শ্রেণীর একদেশ দর্শী ধর্মান্ধ সীমিত মেধা মননের অধিকারী ধর্মীয় সম্প্রদায় আলেকজান্ডারের ব্যক্তিত্বে নানা জাতীয় অভিধাযুক্ত করে তাকে প্রথমে বাদশাহ সিকান্দার তারপর জুলকারণায়েনে রূপান্তর করে। এদিকে কোরআনের একটি ইংরেজী তরজমায় পাদটিকায় আলেকজান্ডারকে জুল-কার বলে সনাক্ত করা হয়। এতে বিভ্রান্তি ষোলকলায় পুর্ণ হয়। কেউ কেউ অতি উৎসাহী হয়ে তার মধ্যে নবী আবিষ্কারের ঘোষনা দেন। এই জটাজাল থেকে সত্য উদঘাটন করার লক্ষ্যে যে প্রয়াস গৃহীত হয় তারই মূর্ত রূপ এ পুস্তিকাখানি।