যুগ যুগ ধরে নারীরা মাতৃত্বের দায়ভার সুচারুভাবে পালন করে আসছে সে কী কেবল নারীরা মা হয় সে জন্যেই! তবে পুরুষের ভূমিকা কী? পুরুষ – সে ত পিতৃত্বের মহানায়ক। সে কেন পারে না স্ত্রীর আগের পক্ষের ছেলেমেয়েদের পিতা হয়ে উঠতে! “বাংলাদেশে ভেঙে পড়া পরিবারের সংখ্যা বাড়ছে। যৌক্তিক কারণেই হয়ত ভাঙে সংসার। ঠিক তেমনি আবার গড়ে তােলাও অসম্ভব নয়। একজন স্ত্রীহারা বা ডিভাের্সি স্বামী যদি সন্তানদের জন্যে পুনরায় মা আনতে পারে তবে ভাঙনের শিকার নারী বা একজন বিধবা কেন তার সন্তানদের জন্যে পুনরায় একজন সৎ পিতা পেতে পারবে না? আমার এ বইটি লেখা হয়েছে সমাজে ঘটা সেই সব নারীপুরুষ এবং তাদের সন্তানদের সংকট নিয়ে। আশা গাছে ফল ফলিয়েছি আশা ফলের। স্ত্রীর আগের ঘরের সন্তানদের স্নেহময় সৎ পিতা হিসেবে পুরুষদের মানসিকতার ব্যাপক পরিবর্তন হবে ।