সর্বশ্রেষ্ঠগ্রন্থ আল-কুরআন মহান আল্লাহ প্রদত্ত অজয়-অক্ষ এক সার্বজনীন মুজিযা, যা রয়েছে মহান আল্লাহর একান্ত তত্ত্বাবধানে । সমগ্র মানব জাতির তাবৎ মেধা ও পান্ডিত্য এ মহাগ্রন্থের মোকাবিলা করতে অক্ষম অপারগতা এ মহাসত্যটিই কালান্তরে প্রতিষ্ঠিত হয়ে আছে । এর পরেও ভারতের আদালতে পবিত্র কুরআনের ৯টি সূরার ২৬টি আয়াত পরিবর্তনের রিট করা হয়েছে, যা চরম বিষ্ময় ও উৎকন্ঠার জন্ম দিয়েছে ।
১৩-০৩-২০২১ তারিখে ভারতের আদালতে আল-কুরআনের ২৬টি আয়াত পরিবর্তনের রিট দাখিল করা হয় । গোটা মুসলিম ইম্মাহ উক্ত রিটের প্রতিবাদে মূখর ।
এমতাবস্থায় “আল-কুরআনের বিশেষত্ব” এবং “আল-কুরআনের পরিচয়, গুরুত্ব ও ফযিলত” রিটে উল্ল্যেখকৃত ধারাবাহিকভাবে ২৬টি আয়াতে কারীম, বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ এবং সংক্ষিপ্ত মূল্যায়ন অত্র সংক্ষিপ্ত পুস্তিকায় তুলে ধরা হয়েছে ।
পাশাপাশি “মানবতার মুক্তির সনদ আল-কুরআন” এবং “হক কথা” শিরনামে লেখক মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীর লেখা ২টি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ আলোচনা অত্র সঙ্গে যুক্ত করা হয়েছে ।
মোহাম্মদ আমজাদ হোসেন
Title :
আল কুরআনের ২৬টি আয়াত ও প্রাসঙ্গিক কথা (পেপারব্যাক)