আল কুরআন পরিচিতি : ইসলাম পৃথিবীতে পুনঃপ্রতিষ্টিা হয় চৌদ্দ বছর আগে হলে ও বার্তা কাল সময় মানবজাতির জন্য এখনই ফলপূস। আল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। আল কুরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। পৃথিবীর এমন কোনো বিষয় বা কোনো ক্ষুদ্র প্রানী সম্পর্কে কুরআন বলা হয়েছে।আর আল কুরআন সকল বিষয় আমাদের জানা নেই। আল কুরআন বিধিবিধান,আদেশ, নিষেধ সঙ্গে কল বিষয় আমাদের জানা উচিৎ। সমাজ, রাষ্ট্র,পরিচালনায় আল কুরআন বিধান রয়েছে ।