আবু জাফর মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি ছিলেন পারসিক গণিতবিদ, জ্যোতির্বিদ এবং ভ‚গোলবিদ। গণিতে তিনিই আরবি সংখ্যা আর বীজগণিতের প্রচলন ঘটান। ৭৮০ খ্রিস্টাব্দে এক পারসিক পরিবারের তার জন্ম। নাম থেকে বোঝা যাচ্ছে যে তার জন্ম হয়েছিল আমু দরিয়া নদীর ব-দ্বীপ খোয়ারিজমে (বর্তমান খিওয়া নগরী)। অবশ্য অনেকে এই অনুমান ভুল বলে মনে করেন।