ইসলামের ইতিহাসে অন্যতম সেরা পন্ডিত আল-বেরুনি ছিলেন একজন বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী। তাঁর পুরো নাম আবু রেহান মোহাম্মদ বিন আহমেদ আল-বেরুনি। আল বেরুনি ৯৭২ খ্রিস্টাব্দে উজবেকিস্তানের খওয়ারেজম শহর থেকে দূরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি খওয়ারেজম শহরের স্থায়ী বাসিন্দা নন বলে ‘আল-বেরুনি’ নামে পরিচিত হন-যার অর্থ ‘বহিরাগত’। তিনি একজন অসামান্য চিকিৎসক, গণিতবিদ, ভ‚গোলবিদ, ভ‚তাত্তি¡ক এবং জ্যোতিষী হিসেবে সারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন। তাই তাকে পন্ডিতগুরু উপাধি দেওয়া হয়েছিল।