ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের সমকালীন ঘটনা প্রবাহের একজন নিবিষ্ট পর্যবেক্ষক আনিসুল হক।দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘অরণ্যে রোদন’ নামের কলামে নিয়মিত ফুটে ওঠে তাঁর সেই পর্যবেক্ষনের ফল।কিন্তু তার চোখে নিরপেক্ষ ও নিশ্চেষ্ট পরীক্ষাকের নয়, গভীর মমতা ভরে তিনি অবলোকন করেন চারপাশের মানুষের সুখদুঃখ হাসি-কান্না। হৃদয়স্পর্শী ভাষায় সেসব ফুটিয়ে তোলেন আন্তরিকতা দিয়ে। সব সময় তার উচ্চারণে আমরা পাই গভীর আশাবাদ। এই বইয়ে সংকলিত কলামগুলোও তার ব্যতিক্রম নয়।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।