ফ্ল্যাপের কিছু কথাঃ ডায়েরি অন্তরালে চর্চার বিষয় । এত ফুটে থাকে একজন ব্যক্তিমানসের মানচিত্র। কিন্তু সেই মানচিত্রে প্রচ্ছন্ন থাকে একটি কাল ,একটি সমাজ। ফলে ডায়েরি একটি সামাজিক দলিলও। আর ডায়েরিটি যদি হয় কোনো নিষ্ঠাবান লেখকের তাহলে তা হয়ে উঠতে পারে লেখকের কৌতূহল ,প্রস্তুতি,নিমগ্নতা অনুধাবনের একটি সূত্র। হতে পারে সাহিত্যিক ,ঐতিহাসিক,নৃতাত্তিক গবেষণার উপাত্ত। সুতরাং নিভৃতে চর্চা করা হলেও লেখকের ডায়েরি সর্বসাধারণের পাঠের জণ্য উন্মুক্ত হলে লাভ নানা মাত্রায়। দেখতে পাই ডায়েরিগুলোর ভেতর ফুটে আছেন বর্ণাঢ্য এক ইলিয়াস।
শাহাদুজ্জামান
ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থ রচনার মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যে তাঁর অনিবার্য অবস্থানটি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ এবং অনুবাদ সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ।
শাহাদুজ্জামান পড়াশােনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে। পরবর্তীকালে তিনি নেদারল্যান্ডস-এর আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি ডাক্তার হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ’এ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন। শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়।