উত্তর-স্বাধীনতা পর্বের শহর কলকাতা এ উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা, নারীপাচারচক্র ও সেই সঙ্গে ভারতবর্ষের প্রধান শহরগুলোতে বেশ্যাবৃত্তির ব্যাপক ব্যবসা, জমি-কেনাবেচার কারবারে দেদার মুনাফা, সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান আর ইন্ডিয়ার ইন্ডাসট্রিয়ালাইজেশন, আর এশিয়ার বৃহত্তম শক্তি হয়ে ওঠার প্রতিযোগিতা। মার্কিন দেশে মিত্রতা কি যাত্রা’ শেষ করে নেহেরু কংগ্রেস সদস্যদের ইন্দোরে ডেকেছেন। অ্যাংলো ফ্রেঞ্চ আর্মি চলে যাবার পর আরো ঘোরালো হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অবস্থাটা। ডলারের না রুবলের? কার কব্জায় যাবে দেশ? আকাশছোঁয়া বাড়ির সংখ্যা যেমন বাড়ছে প্রতিদিন, গাড়ির তুলনায় কলকাতার রাস্তার ঘাটতি প্রতিদিন সমস্যা বাড়াচ্ছে। নেহেরুর দেশে দেশে শুভেচ্ছা সফরের মধ্যেই শুরু হল সীমান্তে চীন-ভারত সংঘর্ষ....। বিমল মিত্রের উপন্যাসে নগর কলকাতা যে ব্যাপকতায় প্রতিবিম্বিত, সেই প্রসার বাংলা ভাষা ও সাহিত্যে আর কোনো কথাকারের কলমে নেই।
বিমল মিত্র
বিমল মিত্রের জন্ম ১৮ মার্চ ১৯১২ কলকাতায়। পিতা সতীশচন্দ্র মিত্র। শিক্ষা: চেতলা স্কুল, আশুতােষ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। রেলে চাকরি করতে করতে সাহিত্যচর্চা। প্রথম উপন্যাস ‘ছাই'। পাঁচের দশকে ‘সাহেব বিবি গােলাম’ উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর রেলের চাকরি ছেড়ে পুরােপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োেগ। তার অন্যান্য বিখ্যাত উপন্যাস কড়ি দিয়ে কিনলাম’, ‘একক দশক শতক’, ‘চলাে কলকাতা’ ‘পতি পরম গুরু’ ইত্যাদি। প্রায় পাঁচশােটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক শ্রীমিত্র তাঁর ‘কড়ি দিয়ে কিনলাম' গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত। এ ছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তাঁর রচনা ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং নানা দৃশ্যমাধ্যমে রূপায়িত হয়েছে। প্রয়াণ: ২ ডিসেম্বর ১৯৯১।