আজ সর্বত্র মুসলিম উম্মাহর ক্ষত থেকে রক্ত ঝরছে। ফিলিস্তিন, আফগানিস্তান, শিশান-সহ এমন আরও বহু মুসিলম রাষ্ট্রের মুসলিমদের অবস্থা খুবই শোচনীয়। তারা সকাল-সন্ধ্যায় জপতে থাকে—
‘দেখো, আকসার দেহ থেকে রক্ত ঝরছে! অথচ মুসলিম উম্মাহ আজ শতধা বিভক্ত। এতিমের চোখের পানিতে দেখো ফুটে আছে আমাদের লাঞ্ছনার ইতিহাস, চোখের তারায় দেখো শোকের দুঃখগাথা। হায়, আমাদের যুবকদের আজ কী হয়ে গেল? আমাদের মাঝে কি একজন সাদ বা মিকদাদ নেই?’
যেখানে মুজাহিদদের রাত-দিন কাটে ভারী অস্ত্র, ট্যাংক ও কামানের আওয়াজে। সেখানে এদের রাত-দিন কাটে গানবাজনার মাঝে উন্মাদ হয়ে। তারা গানের সাগরে ডুবে যায়, বুঝতেও পারে না নিজের অবস্থা। তাদের দেখবেন বাজারে, কমপ্লেক্সে সব জায়গাতেই বাহ্যিক দিকটাকেই গুরুত্ব দেয়। নিজ ব্যক্তিসত্তার প্রতি খুবই যত্নবান তারা। অথচ তাদের অন্তুরগুলো রয়ে যায় গুরুত্বহীন। বেশির ভাগ যুবক-যুবতিরই আজ এই অবস্থা।