ফ্ল্যাপের কিছু কথাঃ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল প্রকৃতই একটি জনযুদ্ধ। কারণ এতে এদেশের নারী-পুরুষ সমানভাবে ঝাঁপিয়ে পড়েছিল। দেশমাতৃকার সম্মান রক্ষার্থে, দেশের মান রাখতে গিয়ে পাক হানাদার, রাজাকার, আল-বদর, আল-শাম্সের হাতে বাঙালি নারীদের এক উল্লেকযোগ্য অংশ নির্যাচিত ও নিপীড়িত হয়েছিল, হারিয়েছিল তাদের মূল্যবান সম্ভ্রম। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চরম দুঃখী নারীদের ‘বীরাঙ্গনা’ আখ্যা দিয়ে সমাজে যথাযথ পূনর্বাসনের চেষ্টা করেছিলেন কিন্তু সমাজ কি তাদের গ্রহণ করেছিল? ‘বীরাঙ্গনাদের কথা’ এবং ‘একাত্তরের নির্যাচিত নারীদের ইতিহাস’ গ্রন্থে সুরমা জাহিদ সমাজের নানা স্থরে বীরাঙ্গনাদের দীন-হীন অবস্থাকে তুলে ধরেছেন।ইতিহাসের প্রয়োজ এখানে উঠে এসেছে এমন সব তথ্য যাকে এড়িয়ে গিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নির্মাণ অসম্ভব। মহান মুক্তিযুদ্ধের প্রায় চার দশক যখন পুর্ণ হচ্ছে তখন ‘একাত্তরে নির্যাচিত নারীদের ইতিহাস’ আমাদের অতীতের সাথে সাক্ষাৎ ঘটানোর পাশাপাশি। মুক্তিযুদ্ধে নারীর অবস্থানকে নতুন আলোয় উদ্ভাসিত করবে।