নির্জন। নিঃসঙ্গ। বিভীষিকা। মৃত্যুকূপ যেন। বাঙালি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী। বাংলাদেশের পক্ষে যুদ্ধ ঘোষণা, পরিচালনা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। সামরিক ট্রাইবুনালে বিচারের সময় ইয়াহিয়া খানের ২৬শে মার্চের ভাষণ শোনানো হলো। তিনি বললেন- এই যদি নঅএভিযোগ, তাহলে আমার কোনো আইনজীবীর প্রয়োজন নেই। তবুও রাষ্ট্রপক্ষ এ কে ব্রোহীকে নিয়োগ দিলো। বঙ্গবন্ধু বললেন, এসবের প্রয়োজন নেই। ইয়াহিয়া খান ঘোষণা করেছেন, ‘মুজিবকে শাস্তি পেতেই হবে’। প্রধান সামরিক আইন প্রশাসক তার নিয়োজিত মিলিটারি কোর্ট। ক্যামেরা ট্রায়াল। প্রিজাজ্ড রায় লিখিত। এ ক্ষেত্রে বিচার হবে প্রহসন। সেলের সামনে কবর খোঁড়া শেষ। অন্যদিকে বিশ্বজনমতের চতুর্ভুজ চাপ: ‘মুজিবকে মুক্তি দিতে হবে।‘
বাংলাদেশকে ঘিরে ভারত-পাকিস্তান যুদ্ধ্ব। পাকিস্তান পরাজিত। লণ্ডভণ্ড। ইয়াহিয়া খান বন্দী। ভুট্টো ক্ষমতা দখল করলেন। বঙ্গবন্ধুকে বললেন, ‘লেস দ্যান লুজ্ কনফেডারেশন’, যৌথ বিবৃতি, টাইপ করা কাগজ তার হাতে। চারপাশে উদ্যত সঙ্গীন। বঙ্গবন্ধু বলেন, ‘আমাকে গুলি করতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু আমার কোনো সম্মতি এতে পাবে না! আগে দেশে যাবো । জনগণের কাছে শুনবো!” অনমনীয়।
গ্রেফতারের পূরবেই যিনি বলেছিলেন, ‘ যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।‘
বইটিতে মৃত্যু-সেল থেকে জেলার হাবিব কী করে গোপনে তার বাড়িতে বঙ্গবন্ধুকে নিয়ে এলেন, ভুট্টোর সঙ্গে সংলাপের গোপন টেপ, খসড়া জবানবন্দীর ছিন্নপত্র ও জাতিক-আন্তর্জাতিক চতুর্ভুজ ষড়যন্ত্র ও প্রভাব সবই ইতিহাসের রহস্য-ঘেরা চমকপ্রদ ঘটনাবলি আলোচিত।
অধ্যাপক আবু সাইয়িদ
অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক ও রাকসুরভিপি। সত্ত্বরের নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সাত নং সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। গণপরিষদে বাহাত্তরের খসড়া সংবিধান সংরচন কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্ণর ডেজিগনেট। সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞতাঋদ্ধ। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখ্য-ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, মেঘের আড়ালে সূর্য, ছােটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, অঘােষিত যুদ্ধের বু-প্রিন্ট, ব্রুট্যাল ক্রাইমস্, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আড়ালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি, মুক্তিযুদ্ধ উপেক্ষিত গেরিলা, জেনারেল জিয়ার রাজত্ব, সাধারণ ক্ষমা ঘােষণার প্রেক্ষিত ও গােলাম আযম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, বাংলাদেশের গেরিলা যুদ্ধ, যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ থ্রেট অব ওয়ার, একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা, সমাজ বদলে বঙ্গবন্ধুর বু-প্রিন্ট, মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ, মুক্তিযুদ্ধ সত্যের মুখােমুখি ও কোর্ট মার্শাল আমি মৃত্যুকে পরােয়া করি না ইত্যাদি।
Title :
একাত্তরে বন্দী মুজিব : পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা