উদ্বোধনকালে এসব দুর্লভ ছবির চিত্রগ্রাহক সাংবাদিক হারুন হাবীব জানান, রণাঙ্গনে একহাতে স্টেনগান থাকলেও শুধু ঝোঁকের কারণে অন্য হাতে ক্যামেরা নিয়ে দুর্লভ চিত্রগুলো তুলেছি। আর এজন্যই মুক্তিযুদ্ধের এত বছর পর তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ ইতিহাসের এই অমূল্য দলিল, অকৃত্রিম ইতিবৃত্ত রেখে যাওয়া সম্ভব হচ্ছে। মুক্তিযুদ্ধকালে অস্থায়ী মুজিবনগর সরকারের রণাঙ্গন সংবাদদাতা হারুন হাবীব বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আর নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে রক্ষা করবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বেগবান করবে।
হারুন হাবীব
Title :
একাত্তরের যাত্রী : একাত্তরের দুর্লভ ছবির প্রদর্শনী