ছড়া যেন টাপুর-টুপুর শব্দ, ছড়াবেন সবুজ পাতায় জ্যোৎসড়বা ওঠার দৃশ্য। সরল তালে মেঘবালিকার ওড়াউড়িও ছড়া। ছোটদের জন্য রঙিন ছড়ার ভুবন তৈরি করেছেন হাসান শরীফ। তার ছড়া শিশিরের বুকে মুক্তো ছড়িয়ে নিয়ে যায় অরূপ সূর্যের দেশে।
হাসান শরীফ
হাসান শরীফ, জন্ম ১৯৬৭ সালে ঢাকায়। পড়াশোনা পরিসংখ্যানে। পেশা সাংবাদিকতা। পেশাগত কারণেই বিভিন্ন বিষয়ে লেখালেখিতে সম্পৃক্ততা। অনুবাদের কাজও করেন। তবে বিশেষ আগ্রহ ইতিহাসে। বাঙালি মুসলমান ও উপমহাদেশের ইতিহাসের প্রতি রয়েছে আকর্ষণ। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সেরা ১০০ ক্রীড়াব্যক্তিত্ব (অ্যাডর্ন পাবলিকেশন, ২০০৮) এবং রিচার্ড এম. ইটনের সাড়া জাগানো দি রাইজ অব ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার, ১২০৪-১৭৬০ এর অনুবাদ (ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ, ২০০৮)।