The movement for Bangladesh was carried forward in the name of creating Sonar Bangla (Golden Bengal). Implicit in the idea of Sonar Bangla was the vision of the society economically prosperous, free of exploitation, democratically governed. tolerant of pluralism and respectful of people’s rights. Several of Bangladesh’s leading social scientists, as well as American and European scholars come together in this volume to provide a carefully balanced and comprehensive assessment of the country’s first three decades of independent existence since 1971. Combining the fruits of primary research as well as analytic overviews, the contributors provide a unique and up-to-date account of the country’s political system, economic performance and the social ambiguities arising, inter alia,out of the Bengali’s multiple identities. Of particular interest are the chapters dealing with the impact of Islam ( on politics and the position of women); the treatment of non Muslim and non-Bengali minorities; the country’s mixed economic record; and the profound social changes arising out of ‘modernization’, the growing nexus between business and politics, and NGOs and Civil society. Important developments focused on include the rise of a large, export-oriented garment industry employing mainly women workers for the first time; the dramatic fall in fertility rates despite the absence of significant improvements in most people’s standards of living; and the emergence of a new Bengali business class seeking to make its potential felt. The volume is designed to serve as a standard textbook for courses on Bangladesh and South Asian studies.
আমীরুল ইসলাম
জন্ম ৭ এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকা। পিতা প্রয়াত সাইফুর রহমান। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের সকল মাধ্যমে স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমির অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছােটদের পত্রিকা পুরস্কারও (২০০৭) পেয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫০টির অধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্রকাশ পেয়েছে। দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশাের-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক ‘আসন্ন’র। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছােটদের প্রথম চার রঙের কিশােরদের পাতা সম্পাদনা করেছেন পাঁচ বছর। চ্যানেল আই-তে প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে সিনিয়র প্রােগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত। সাপ্তাহিক'এর প্রকাশকও তিনি। কৌতুকপ্রিয়, আডডাবাজ, জীবন রসিক, ভােজকপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর অধিকাংশ বিখ্যাত শহর ঘুরেছেন। পুরনাে বই ও চিত্রকলা সংগ্রহ করে থাকেন । প্রিয় সখ বইপড়া, দাবা খেলা, গান শােনা।