ফ্ল্যাপের কিছু কথাঃ তিন দশক আগে ক্ষীণকায়া একটি বই সাড়া জাগিয়েছিল কিশোর জগতে; সাহিত্যবোদ্ধারা বলেছিলেন, ‘ক্লাসিকস্ পর্যায়ের লেখা....।’ সেই বইটিই আকাশ কুসুম। পরবর্তী সময়ে লেখা আরও অনেক গল্প থেকে বাছাই করা গল্পের সমষ্টি- আকাশ কুসুম ও অন্যান্য। আবু সাঈদ জুবেরীর প্রথম নির্বাচিত কিশোর গল্পগ্রন্থ। পড়তে পড়তে যে কারও মনে হতেই পারে- ‘আরে এ তো আমার জীবনের গল্প’