হেনরিক ইবসেনের ‘দ্য মাষ্টার বিল্ডার’ একটি ট্রাজেডি। অন্যান্য অনেক মহৎ ট্রাজেডির মত এটি-ও চরিত্রে ট্রাজেটি-নায়ক চরিত্রের। সোলনেস-য়ের চরিত্রের মধেই ছিলো তার ট্রাজেডির বীজ। তার উত্থানের মধ্যে সুপ্ত ছিলো তার পতনের অঙ্কুর। অবশ্যম্ভাবী পরিণতিকে সে স্বীকার করে নিতে পারে নি। ‘দ্য মাষ্টার বিল্ডার'য়ের আমার নাটক আকাশ-বাশরের মিল যতখানি, অমিল বোধহয় তার চেয়ে বেশী, আর-এ অমিল সবচেয়ে বেশী নাটকটির উপসংহারে, এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত।