ছড়ায় মোড়া রহস্য। একটা রহস্যের সমাধান করতেই পাওয়া যায় আরেকটি ছড়া। অয়ন, জিমি ও রিয়া তিনজন মিলে একের পর এক সেসব ছড়ার সমাধান করতে থাকে। এভাবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তারা! তারই রুদ্ধশ্বাস গল্প এ বই।
নিজের জন্য একটি কম্পিউটার কিনবে বলে অয়ন কাজ নেয় একটা দোকানে। যেখানে পুরোনো অ্যান্টিক জিনিসপত্রও বিক্রি করা হয়। একদিন এক মহিলা দোকানে এসে ইঙ্গলউড কোম্পানির পুরোনো খেলনা চায়। কিন্তু অয়ন তাকে সাহায্য করতে পারে না। পরে আরেকজন লোক এসেও সেই একই কোম্পানির কোনো বিশেষ খেলনার চাবি খোঁজে। যাওয়ার সময় লোকটা একটি কাগজ ফেলে যায় দোকানে। তাতে একটি ছড়া লেখা। গোয়েন্দা অয়ন ছড়াটি পড়েই কী রকম রহস্যের গন্ধ পায়। জিমিকে নিয়ে সেই রহস্য উদ্ধারের কাজে লেগে পড়ে সে। রিয়াও থাকে তাদের সঙ্গে। অয়ন ও তার সাথিদের সে রুদ্ধশ্বাস অভিযানের গল্প নিয়েই এ বই।
ইসমাইল আরমান
কিশাের থ্রিলার অয়ন-জিমি। বানরের হাত ইসমাইল আরমান ছােট্ট একটা বানরের হাত-চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনাে। আর সেটার মালিকানা নিয়েই বাধল গােল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লােক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলাে অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?