এই কাহিনী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর অমর রূপকথা "নীলকমল আর লালকমল" এর বিনির্মাণ। রাক্ষস খেয়েছিল মানুষ রাজপুত্র কুসুমকে, রাক্ষসী রানী খেয়েছিলেন নিজের ছেলে অজিতকে! দুজনেরই পুনর্জন্ম হয়েছিল, তারাই লালকমল আর নীলকমল। লালকমল কুসুমের পুনর্জন্ম, নীলকমল অজিতের পুনর্জন্ম! কিন্ত যদি দুই ভাই পুনর্জন্মের পরে মাতৃবিরোধী না হয়ে মাতৃভক্ত সহযোদ্ধা হিসেবে ফিরে আসতো? যদি দুজনেই রাক্ষস হতো? একজন প্রথম থেকেই রাক্ষস রক্তের, অন্যজন রাক্ষসের পেট থেকে পুনর্জন্মের ফলে বংশানুগত রাক্ষস! এক রাক্ষসী রানী, দুই মিশ্র রক্তের অর্ধ-রাক্ষস রাজপুত্র! রূপকথা মানে কি শুধুই কিংবদন্তি আর কল্পনা? অজিত কুসুমের কাহিনী আপনার রূপকথার প্রতি দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করবে।