শাহাবুদ্দীন নাগরী নিপুণ ছড়ালেখক। শিশুতোষ, উদ্ভট, ব্যঙ্গাত্মক, রাজনৈতিক, সমকালীন সব ধরনের ছড়া লেখায় তার জুড়ি মেলা ভার। গত শতকের সত্তর দশকের এই ছড়ালেখক ছড়ার বিষয়-বৈচিত্র্যে এবং ছন্দ-দোলায় সবসময় নতুনত্ব খুঁজে বেড়ান। পাঠকপ্রিয় এই ছড়ালেখকের চল্লিশটি টাটকা-নতুন ছড়া নিয়ে আমরা এবার প্রকাশ করলাম আজগুবি ছড়া। এই বইটিতে উদ্ভট-আজগুবি ছড়া যেমন আছে তেমনই আছে সমসাময়িক বিষয় নিয়ে লেখা ছড়াও। কিশোররা এই বই পড়ে যেমন মজা পাবে, বয়স্ক পাঠকরাও তেমন খুঁজে পাবেন নতুন ভাবনার খোরাক। আজগুবি ছড়া নাম হলেও এ বইটি হয়ে উঠেছে বাংলাদেশের চলমান জীবন-সংস্কৃতির একটি ঝক্ঝকে আয়না।
শাহাবুদ্দীন নাগরী
বহুমাত্রিক লেখক শাহাবুদ্দীন নাগরী ছড়াপাঠকদের অত্যন্ত প্রিয়। তিনি সব ধরনের ছড়া লিখে থাকেন। তার জন্ম ১৯৫৫ সালের ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বি.এসসি. সম্মান এবং কীটতত্ত্বে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। পিতা মরহুম মহম্মদ সাবিরউদ্দিন এবং মা মরহুমা সায়েমা খাতুন। তার স্ত্রী ডা. আফতাবুন নাহার মাকসুদা বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। তাদের দু’ছেলে রেহান উদ্দিন নাগরী এবং ফারহান উদ্দিন নাগরী। কর্মজীবনে শাহাবুদ্দীন নাগরী একজন সরকারি চাকুরিজীবী। তার মৌলিক এবং সম্পাদিত গ্রন্থসংখ্যা ৬৬।