صحيح لمسلم/١٩٢٠ عَنْ ثَوْبَانَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ “. ছাওবান থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, “আমার উম্মতের মধ্যে এক দল চিরকাল হকের (সত্যের) উপর বিজয়ী থাকবে, আল্লাহর আদেশ (কিয়ামতের পূর্বমুহূর্ত) আসা পর্যন্ত, যারা তাদেরকে পরিত্যাগ করবে তারা তাদের কোন ক্ষতি সাধন করতে পারবে না।” (মুসলিম ৫০৫৯) অধুনা ২৪ পরগনা জেলার জনৈক মুফতি আব্দুল্লাহ ক্বাসেমী সাহেব, (جاء الحق) “জা’আল হক্ব” নামক একটি ‘জাল’ বই দ্বারা কুরআন ও সুন্নাহর অনুসারী দল আহলে হাদিসের নিন্দা-মন্দ বলেছেন। প্রচেষ্টা চালিয়েছেন হক্বের মুখোশ পরে বাতিলকে প্রতিষ্ঠাদানের। অত্র বইটিতে মুফতি কাসেমী সাহেবের উদ্দেশ্যপ্রণোদিত রচনার যথাযোগ্য ও সফল অপারেশন চালানো হয়েছে। আশা করি জবাবী বই পাঠে নিরপেক্ষ পাঠকমন্ডলী সঠিক জ্ঞান লাভের উপকৃত হবেন। মুফতি সাহেব যদি হক- গ্রহণে উর্বর দোআঁশ মাটির মত হন, তাহলে তিনিও সত্য পথের সন্ধান পাবেন ইন-শা-আল্লাহ্।
আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
Overall Ratings (0)