২০১২ সালের জানুয়ারি মাসে আনিসুল হক আইভরি কোস্টে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম দেখতে যান। এই ভ্রমণ ছিল ম্যাট (এমএটি) বা মিশন অ্যাসেসমেন্ট টিমের অংশ। এই সফরে তিনি আইভরি কোস্টের বিভিন্ন এলাকায় বাংলাদেশের শান্তিরক্ষীদের শিবিরে গিয়েছেন, তাঁদের কার্যক্রম দেখেছেন, তাঁদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বেশি মুগ্ধ হয়েছেন সে দেশে বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারি দক্ষতা, সেবা কার্যক্রম আর সুনাম-স্বীকৃতির পরিচয় পেয়ে। এক শহর থেকে আরেক শহরে শত শত মাইল ভ্রমণ করতে গিয়ে সেনাকর্তা, সরকারি কর্তা আর সাধারণ মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশেছেন তিনি। আনিসুল হক তাঁর আইভরি কোস্ট ভ্রমণের অভিজ্ঞতা লিখেছেন এ বইয়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় তিন ডজন রঙিন আলোকচিত্র। এ বইয়ের বর্ণনায় আইভরি কোস্ট নামের দেশটি ফুটে উঠেছে; আলোকচিত্রগুলো ধরে রেখেছে সে দেশের প্রকৃতি ও মানুষের অনেকগুলো দুর্লভ মুহূর্ত। লেখার গুণে আনিসুল হক যা দেখেছেন তা পাঠকেরও দেখা হয়ে যাবে।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।