এইসব দিনরাত্রি (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ৩১৫ (৩০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪৫০
প্রকাশনী : অনন্যা
বিষয় : সমকালীন-উপন্যাস , হুমায়ুন মেলা
* এইসব দিনরাত্রি * - হুমায়ূন আহমেদ নিঃসন্দেহে অসাধারণ একটি উপন্যাস। কোনো সন্দেহ নেই হুমায়ূন আহমেদের সেরা দশটি উপন্যাসের তালিকায় এটি থাকবে। ৩১১ পৃষ্ঠার বইটি একদম মুগ্ধ হয়ে পড়েছি। প্রতিটি পাতা থেকে যেন জীবনের এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল...যে গন্ধ শুকে দিব্যি উপলব্ধি করা যায় সুন্দর কিছু দুঃখ আর মলিন কিছু সুখে ভরা এই জীবনকে। রহস্যময় এই ধারায় রহস্যময় একটি প্রাণী হল মানুষ। যে মানুষটি কোনো এক অজানা কারণে রাতের চমৎকার জোছনা দেখতে দেখতেই চোখ ভিজিয়ে ফেলছে, সেই একই মানুষের ক্ষেত্রে আবার দেখা যাবে হাজারটা বিষাদময় কারণ থাকা সত্ত্বেও তার মধ্যে স্বর্গীয় সুখ বিরাজ করেছে । কখনো মনে হয় পৃথিবীটা কত বেদনার একটা জায়গা, বেঁচে থাকাটা কত কষ্টের । আবার ঐ পৃথিবীকেই মনে হয় - পৃথিবীটা এত সুন্দর কেন! তখন যেন অমাবস্যার ঘুটঘুটে রাতকেও ঠিক সেরকম অপরূপ লাগে যেমনটা লাগে তারাভরা আকাশ, ছোট্ট চাঁদের মিষ্টি আলোকছটার সাথে মধুর ঝিঝির ডাক।মনে হতে থাকে বেঁচে থাকাটা আসলেই অনেক আনন্দের। আসলেই মানুষ বড় আজিব। এরকম উপন্যাস পড়তে গিয়ে গল্পের ভেতরে ঢুকে যাওয়া, সবকটা চরিত্রকে নিজের আপণ মনে হওয়া, নিজেই একটা চরিত্র দখল করা অস্বাভাবিক কিছু না। এর ব্যতিক্রমের হয়তো উপায়ও নেই। আর এ জন্যই বোধ হয় পড়তে গিয়ে হঠাৎ হঠাৎ পাঠকের চোখ থেকে অশ্রুরুপে লেখকের ঢেলে দেওয়া কিছু অনুভূতি গড়িয়ে পড়তে থাকে। মাঝে মাঝে ইচ্ছে করে লেখকের এইসব কল্পনাগুলো নিজের বাস্তব জীবনে রূপ পাক। কিন্তু ওই যে ..লেখকের মতে..সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই।🙂 যাই হোক ..কাজের কাজ কিছুই হল না। বইয়ের রিভিওটাই ঠিকমত দিতে পারলাম না। এই জন্য দুঃখিত🙏 । বই পড়তে পড়তে যে অনুভূতির সাগরে ডুবে গিয়েছিলাম তারই কিছুটা প্রকাশ করার চেষ্টা করলাম। তবে এই টুকু নিশ্চিত যে বইটি পড়ে হতাশ হবেন না। ভালো লাগার মতোই একটি বই। 👍Happy Reading👍 🙂 উপন্যাসে বর্ণিত অসম্ভব প্রিয় কিছু উক্তি : ⚫ " কিছু কিছু মুহুর্ত আছে যখন পুরনো সব দুঃখ হৃদয়ের অতল গহ্বর থেকে ভেসে উঠে। তখন মন খারাপ হয়ে যায়। তবু কেন জানি ভালো লাগে।" ⚫ " হৃদয়ের গহীনে চাপা পড়ে থাকা দুঃখ গুলি মাঝেমাঝে দেখতে আমরা ভালোবাসি। কিন্তু সেই সুযোগ খুব বেশি হয় না ।" ⚫ " যারা সুখী হয় তাদের মধ্যে সুখী হবার বীজ থাকে। জল, হাওয়া এবং ভালোবাসায় সেই বীজ থেকে গাছ হয়।" #ক্ষুদে_পাঠক