আবেদীন কাদেরের প্রবন্ধ যেমন কবিতায় আর্দ্র তেমনি শব্দঝংকারে প্রসাদগুণ সম্পন্ন। তাই বলে কবিতাগুণ তাঁর রচনাকে ভাব থেকে বিচ্যুত করে না মোটে। লেখক হিসেবে তিনি একেবারে ঠিক স্বল্পপ্রজ নন; যদিও বই প্রকাশে তাঁকে স্বল্লোদ্যমই বলা যায়! মাঝে কয়েক বছরের বিদ্যায়তনিক উচ্চতর শিক্ষা ও গবেষণায় ব্যস্ততা গ্রন্থোদ্যম থেকে তাঁকে দূরে সরিয়ে রেখেছিল!
তাঁর লেখার অন্তর্বস্তু তত্ত্বের অনুকূল কিন্তু স্বাদ কথাসাহিত্যিকতায় রসঘন। পূর্বপ্রকাশিত প্রবন্ধ-সংকলন দ্বীপান্তরের গান বিদেশি সাহিত্যের আনন্দ সন্ধান হলে বড় বেদনার মতো বেজেছ যেন ব্যক্তি ও তাঁদের কীর্তির অর্কেস্ট্রা। এরই ধারাবাহিকতায় এই শ্রাবণের বুকের মাঝে ব্যক্তির কর্মধারার বর্ণিল ঝর্ণা। পাণ্ডিত্য তথা তত্ত্ব তাঁর বহু সাধনায় অধীত সামগ্রী যা পরিকীর্ণ হয়ে আছে এই বইয়ের রচনারাজির চরণে, অন্তর্বয়নে। এই বই পড়লে পাঠকের মনে উপলব্ধ হবে প্রবন্ধের দার্শনিকতা কিন্তু উপভোগ্য হবে কথাসাহিত্যের রসধারা!