লেখক পরিচিতি লেখক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও অনুবাদক। বর্তমানে অনুবাদ কর্মই তাঁর একমাত্র পেশা এবং উপন্যাস রচনায়ও মনোনিবেশ করেছেন।
ফ্ল্যাপের কিছু কথাঃ এই হল ইতিহাসের সেই পট-পরিবর্তনের কাহিনী, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ভেতর দিয়ে যার সূচনা ঘটেছিল রাউতনগরে। শুরু হয়েছিল হত্যার রাজনীতি। তারপর রাউতনগরের ইতিহাসকে ক্রমান্বয়ে কলঙ্কিত করে লাফিতুর রহমান, লাইলা বেগম ও খোয়াজ আবদুল্লাহ মুরতাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের কল্যাণে দেশবাসী জানে শেখ মুজিবকে হত্যা পর থেকে দুই অবৈধ দল তিনজন মানুষের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে চুরি, প্রতারণা, জালিয়াতি, হত্যা, ব্যভিচার, লুণ্ঠন ও সন্ত্রাসের রাজন্য সৃষ্টি করেছিল। দুর্দশাগ্রস্ত করে তুলেছিল জানিকে। রাউতনগরের মানুষ কি জানে এরা প্রকৃতঅর্থেই কারা? কেমন ছিল তাদের কর্মকাণ্ড? কী ছিল তাদের আকাঙ্ক্ষা? কোন কোন উত্থানকে তারা নেতৃত্ব দিয়েছিল পতনের পরিণতি সম্পর্কে না-জেনেই?
আসুন, আমরা প্রবেশ করি বাস্তব ও অবাস্তবতার মিশ্রণে গড়ে তোলা মোস্তফা মীরের সেই বিস্ময়কর জগতে, যেখানে তার তীক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার সেই প্রতিধ্বনি শুনতে পাব, যা প্রান্তসীমা স্পর্শ করার আগেই এক হৃদয় থেকে অন্য হৃদয়ে পৌঁছে যায়।