এই উপন্যাসে রয়েছে প্রিয়ন্তীর হোমিওপ্যথির শিশিতে ভরা জিনের গল্প। রয়েছে এক অসম বয়সী দম্পতি-ও। কবি অদ্রি অনার্য নেশাগ্রস্ত হয়ে উপস্থিত হয় এই উপন্যাসে। এক শিশু খুন হয়। এক নারী খুন হয় কিংবা আত্মহত্যা করে কিংবা মারা যায় দূর্ঘটনায়। গল্পে যোগ দেয় এক মোবাইল চোর, সন্দেহপ্রবণ এক স্বামী, পুলিশ অফিসার আমিরুল, বেকার আজিজুল, পীর বংশের রাজিব। তবে, এসব ছাপিয়ে প্রধান চরিত্র হিসাবে থাকে এই শহরের ছতলা এক বাড়ি। একরাশ পাপ আর অন্ধকার নিয়ে দাঁড়ায়ে থাকে ঠায়। এই উপন্যাস সেইসব পাপ, অন্ধকার, আর ভয়ের-ই আখ্যান। আসমার ওসমান-এর লেখার সাথে যারা পূর্ব পরিচিত তারা জানেন এই লেখকের লেখাকে কোন বিশেষ ঘরানায় খেলা মুশকিল। তার লেখায় হরর থাকে, রহস্য থাকে, আতি প্রাকৃত থাকে; আবার থাকে সমাজ, প্রেম, নারী-পুরুষের বিচিত্র সব সম্পর্ক। সবমিলিয়ে বিচিত্র তার আখ্যান জগৎ। তবে ঘারানা যাই হোক-আসমার ওসমান এর লেখা পাঠককে কী মন্ত্রমুগ্ধ করে রাখে; করে রাখে মোহাবিষ্ট। তিনি পাঠককে চমকে দেন, ভীত করেন, ভাবতে বাধ্য করেন। যারা আসমার ওসমান-এর লেখা আগে পড়েননি, তাদের যাত্রা শুরু হতে পারে এই বইটি দিয়েই। বাড়ি-সিরিজে এটি লেখককের দ্বিতীয় বই।
আসমার ওসমান
আসমার ওসমান জন্ম ঢাকায়, ১৯৮১ সালের ৭ সেপ্টেম্বর। নেশায় লেখক, পেশায় সমাজ-অর্থনীতি বিষয়ক গবেষণা-পরামর্শক। উপন্যাস: আমাদের এই বিষন্ন নগরী (বিদ্যাপ্রকাশ/২০১১) অলীক অ্যাখান (বিদ্যাপ্রকাশ/২০১০) ছােটগল্পের বই: ব্ল্যাক ম্যাজিক (জাগৃতি/২০১১) ডাইনি (জাগৃতি/২০১০) ছােটদের বই: আমার বয়স এগারাে বিয়ােগ পাঁচ (বৈশাখী প্রকাশ/২০১১) নিবন্ধ: কুড়ি-কড়চা (কলি প্রকাশনী/২০১১)