ভূমিকা বন্ধুরা, শুভেচ্ছা নিও। ভালো আছো নিশ্চয়ই? তোমাদের হাসি হাসি মুখটা দেখেই বুঝতে পারছি তোমরা খু-উ-ব ভালো আছো । সাপকে ভয় পায় না, এমন মানুষে খুঁজে পাওয়া যাবে না। সাপের নাম শুনলে ভয়ে তোমাদেরও যে গা কাঁপে , আমি কিন্তু জানি। ‘অহংকারী অজগর’ বইটা সাপদের নিয়েই লেখা। তবে বইয়ের সাপেরা যেহেতু কামড় দেয় না, তাই ভয় পাওয়ার কিছু নেই। বরং মনোযোগ দিয়ে পড়তে শুরু করো। তার আগে গল্পটা সংক্ষেপে তোমাদের বলে দিই।একটা ভাঙা বাড়ি। সেই বাড়িতে বসবাস করে অনেকগুলো সাপ। ছোট সাপ, মাঝারি সাপ। একদিন হঠাৎ করে এই বাড়িতে আসে ইয়া বড় এক অজগর সাপ। অজগরটা খুব অহংকারী। তারপর কী হয়? সেটা বলতে আমরা নিজেরই কেমন যেন ভয় ভয় করছে। তাই বলছি না।
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।