১৯১৪ সালের জুলাই। পৃথিবী এক নতুন সংকটের মুখোমুখি। প্রতিশোধপরায়নতা আর সাম্রাজ্যবাদি উচ্চাকাঙ্খায় পরাশক্তিগুলো পরস্পর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, যার নাম প্রথম বিশ্বযুদ্ধ। যে যুদ্ধের ভয়াবহতা এবং মর্মান্তিকতা পুরো পৃথিবীকে ছেয়ে ফেলেছিল। সভ্যতার মর্মমূলে যেন আঘাত হেনেছিলো প্রায় চার বছর মেয়াদী এই মহাযুদ্ধ। জার্মানি-হাঙ্গেরি-অস্ট্রিয়ার মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ ফ্রান্স-ব্রিটেন-রাশিয়ার যৌথ বাহিনী। এই মহাযুদ্ধে দেশে দেশে নিরস্ত্র অগণিত সাধারণ মানুষের যেমন প্রাণ গিয়েছে, নিহত হয়েছে দুই কোটিরও বেশি সৈনিক। সৈনিকেরা রণাঙ্গণ থেকে তাদের আপনজনদের উদ্দেশ্যে অজস্র চিঠি লিখেছিল। মায়ের কাছে, বোনের কাছে, ভাই, বাবা, প্রেমিকা বা স্ত্রীর কাছে লেখা সেইসব চিঠি। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফ্রন্ট থেকে লেখা সৈনিকদের সেইসব চিঠি থেকে উল্লেখযোগ্য সংখ্যক চিঠির ভাষান্তর নিয়ে এ এক অনন্য আয়োজন; পৃথিবীর এক ভয়ঙ্করতম সময়ের ঐতিহাসিক দলিল। পরস্পর যুদ্ধে লিপ্ত ব্রিটিশ, মার্কিন, ফ্রেঞ্চ, কানাডিয়ান, রাশিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডার এমনকি ভারতীয় সৈনিকদের এই চিঠিগুলো যেমন যুদ্ধের বিচিত্র ঘটনা ও দৃষ্টিভঙ্গিকে পাঠকের সামনে তুলে ধরবে, তেমনি ইতিহাসের কঠিন সত্য ও যুদ্ধের বাস্তবতাকে সৈনিকদের আবেগানুভূতির ভেতর দিয়ে কাছ থেকে দেখতে সহায়তা করবে। মানবজীবনের চূড়ান্ত সত্যের মুখোমুখী হবার নানাবিধ অনুরণনকে দেশ, কাল, জাতি, সংস্কৃতি ও সমাজভেদে মিল- অমিলের বিভিন্ন মাত্রায় অনুধাবন করার এ এক অসাধারণ পরিসর।