শত ব্যস্ততার মধ্যেও আহমদ ছফা প্রতিদিন তিনটি কাজ আন্তরিকতার সঙ্গে করতেন- বইপড়া, হারমোনিয়ামে সুর তোলা এবং নানামানুষের কাছে চিঠি লেখা। তাঁর এ তিনটি কাজে কখনো ছেদ পড়তে দেখা যায়নি।
মৌলিক লেকা সবসময় না লিখলেও তিনি চিঠিপত্র নিয়মিত লিখতেন। চিঠি লেখার কাজটা খুব ভোরে সেরে নিতেন তিনি। যে কেউ চিঠি লিখলে আগ্রহ নিয়ে পড়তেন এবং ভাল হোক, মন্দ হোক সব চিঠির জবাব লিখতেন। তিনি মনে করতেন, চিঠির জবাব না দেয়াটা এক ধরনের অভদ্রতা। এ ভদ্রতা রক্ষা করতে গিয়ে প্রতিদিন দু’ঘন্টা চিঠি লেখার পেছনে ব্যয় কুণ্ঠা ছিল না তাঁর। কোন কোনদিন আরো অধিক সময় লেগে যেত। কেউ তাঁর চিঠির জবাব না দিলে তাতেও তিনি ক্ষেপে গিয়ে পুনরায় চিঠি লিখতেন। চিঠি লেখার ব্যাপারে তাঁর মধ্যে কোন ধরনের অলসতা কিংবা অনীহা কাজ করত না।
যদি, তাঁর সব চিঠি সংগ্রহ করা যেত, আহমদ ছফার রচনাবলী দ্বিগুণ আকার ধারণ করত।