যুগে যুগে পতিতাবৃত্তি বা বারবনিতাদের নিয়ে লেখা হয়েছে অনেক গল্প কিংবা উপন্যাস। নিষিদ্ধ এই বিষয়ে মানুষের আগ্রহ সীমাহীন। তবে সেসব উপন্যাসে বারবার উঠে এসেছে দেহপসারিণীদের দুঃখ, দুর্দশা বা বঞ্চনার ইতিহাস। কিন্তু যে বিষয়ে খুব কম কথা হয়েছে, সেটা হলো, যুগে যুগে কিছু বারবনিতা তৈরি হয় নিজের লোভ, লালসা আর উচ্চাকাক্সক্ষা থেকে। নিজের স্বার্থ চরিতার্থ করতে পা বাড়ায় অন্ধকার জগতে। ইতিহাস এবং সমাজে এই ঘটনা বিরল নয়। নিজের রূপ-যৌবনকে পুঁজি করে পা বাড়ায় পাপের পঙ্কিল পথে। ষড়রিপুর আগুনে স্বেচ্ছায় ঝাঁপ দেয়, সেইসব ‘আগুনপোকা’র দল!