কী নেই তার গল্পে! রাষ্ট্র, বিদ্রোহ, ভালোবাসা, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ সবই ঘুরে ফিরে উঠে এসেছে কাহিনীকল্পে। চরম রসবোধে জমে উঠেছে কিছু কিছু গল্প। কিছু আবার গাম্ভীর্যে পরিপূর্ণ, পরিকল্পনার ছকে আঁকা; যেখানে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঘুণে ধরা বিশ্বসমাজের নেতৃত্ব।
যদিও লেখক কোথাও তার নিজস্ব চিন্তাধারাকে চাপিয়ে দেননি, বরং সমাজের আঁধার-আলোর মাঝে লুকিয়ে থাকা গল্পগুলোকে কল্পচিত্তে ফুটিয়ে তোলায় দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন। কবিদের হাতে গল্পরা অন্যরকম রঙ পায়, কাব্যিক হয়। ‘আগুনঝরা জল’ গল্পগ্রন্থে অধিকাংশ গল্পে আবারও তার প্রমাণ মিললো। ‘একটি চোখের গল্প’ যেন পুরোটাই কবিতা। লেখক তার গল্পের বৈশিষ্ট্য নিজেই কিছুটা ভেঙেছেন এই গ্রন্থে, যা সৈয়দ আহসান কবীরকে নতুন করে পাঠকদের সামনে তুলে ধরবে।