ভালোবাসা ক্ষেত্রবিশেষে বিদ্রোহী। বৈরী পরিবেশে আরো বেশি বিদ্রোহী হয়ে ওঠে। ছোটবেলা থেকে সীমারেখা টেনে দেয়া জীবনের সীমা অতিক্রম করে প্রত্যাশিত ভালোবাসা অর্জন ও তাকে টিকিয়ে রাখার জন্য জীবন বাজী রেখে আর সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে এগিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। দুই পরিবারের সম্পূর্ণ বিরোধীতার বিরুদ্ধে গিয়ে প্রীতি ও পাশার ভালোবাসার বাস্তব রূপ দেয়া এবং তা টিকিয়ে রাখার নিরন্তর প্রচেষ্টা, প্রতি পদে পদে আপনজনদের কাছ থেকে লাঞ্ছনা-গঞ্জনা অপমান অপদস্থ হওয়ার পরও সবশেষে লক্ষ্যে পৌঁছানোর সম্পূর্ণ সত্য ঘটনার উপর রচিত এই উপন্যাস। উপন্যাসের চরিত্রগুলো বাস্তব। প্রয়োজনে নাম পরিবর্তন করা হয়েছে। তবে উপন্যাসে তাদের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি।