কেউ একজন বলেছিল কাফকা হলো এক ধরণের গুবরেপোকা আচ্ছা আমরা তো গুবরেপোকাদের সঙ্গেই থাকি আর ওদের বমির ওপর নৌকা বানায় তাহলে এইসব গুবরেপোকার ভেতর কেউ কেউ তো রয়েছে যারা কাফকা যারা আমাদের চিন্তা দুঃখ আর আসবাবপত্রের ভেতর ঢুকে পড়েছে কোন প্রতিশ্রুতি বা সংকেত ছাড়াই এখন ভাবা দরকার এই কাফকাদের নিয়ে আমরা কী করবো এদের তো আবার ডানা নেই তাই শুঁড় দিয়ে হেঁটে এরা মানুষের কাছে পৌছে যায় মানুষ টের পায় না