ভ্রমণকাহিনি মানেই রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝাঁপি। আর তার সাথে যদি যুক্ত হয় সংশ্লিষ্ট ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, মিথোলজি, লোককাহিনি তাহলে তা হয়ে ওঠে আরো আকর্ষণীয়, সুখপাঠ্য ও মনোমুগ্ধকর। ‘আগ্রা দিল্লি কোলকাতা’ এমনই একটা ভ্রমণকাহিনি। ভারত ভ্রমণ বিশেষ করে আগ্রা, দিল্লি ও কোলকাতা ভ্রমণের বিস্তারিত অভিজ্ঞতা উঠে এসেছে এই কাহিনিতে। গতানুগতিক ভ্রমণকাহিনি থেকে সম্পূর্ণ ভিন্নধারার তথ্যবহুল এই কাহিনির ভিতর দিয়ে লেখক পাঠকদের কখনো নিয়ে যায় অতীত ইতিহাসে, কখনো পৌরাণিক কাহিনির ভিতরে আবার কখনো ফিরিয়ে আনে বর্তমানে। অতীত থেকে শুরু করে বর্তমান সময়ের রাজনীতি, স্থাপত্য, স্থাপনা, শিল্প, সাহিত্য, সমাজ, রীতিনীতি, সামাজিক প্রভাব পরিণতি প্রাসঙ্গিক বহুবিধ বিষয় আলোচিত হয়েছে এখানে। পড়তে শুরু থেকে শেষপর্যন্ত পাঠকের মনকে একটা অদ্ভুত অদৃশ্য টানে মোহাবিষ্ট করে রাখে এই ভ্রমণকাহিনি।